নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি পৌর সভার ২০ নঃ ওয়ার্ডএর ধর্মদাস বাড় গ্রামে এক ভাড়াটিয়ার করোনা পজেটিভ।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর সভার ২০ নঃ ওয়ার্ডএর ধর্মদাস বাড় গ্রামে।জানাগেছে ওই ব্যক্তির বাড়ি এখানে নয়।কর্মসূত্রে তিনি কাঁথি পৌর সভার ২০ নঃ ওয়ার্দে ভাড়া থাকেন।তিনি একটি ব্যাংকের কর্মচারী।কয়েকদীন আগে সামান্য অসুস্থতার কারণে করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়।
গতকাল রাতে কাঁথি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত।এই খবর জানার সাথে সাথে চারদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় গ্রামবাসী।অন্যদিকে ওই এলাকায় স্থানিয়রা বাঁশ বেঁধে পথ অবরোধ করে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর সভার ২০ নঃ ওয়ার্ডএর ধর্মদাস বাড় গ্রামে।জানাগেছে ওই ব্যক্তির বাড়ি এখানে নয়।কর্মসূত্রে তিনি কাঁথি পৌর সভার ২০ নঃ ওয়ার্দে ভাড়া থাকেন।তিনি একটি ব্যাংকের কর্মচারী।কয়েকদীন আগে সামান্য অসুস্থতার কারণে করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়।
গতকাল রাতে কাঁথি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত।এই খবর জানার সাথে সাথে চারদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় গ্রামবাসী।অন্যদিকে ওই এলাকায় স্থানিয়রা বাঁশ বেঁধে পথ অবরোধ করে দিয়েছেন।
No comments:
Post a Comment