Breaking News

Translate

Friday, August 7, 2020

BRAKING ! কেরলের ঝোকিকরে বিমান দুর্ঘটনা।১৮৪ জন যাত্রী নিয়ে ভেঙে পরলো "এয়ার ইন্ডিয়া",মৃত্যু হয় পাইলটের।

নিউজ ফোর সাইড ডেস্ক :: কেরলের ঝোকিকরে বিমান দুর্ঘটনা।১৮৪ জন যাত্রী নিয়ে ভেঙে পরলো "এয়ার  ইন্ডিয়া",মৃত্যু হয় পাইলটের।

জানা গেছে শুক্রবার আনুমানিক রাত্রি পৌনে আটটা নাগাদ বিমানটি দুবাই থেকে এসেছিল।রান ওয়েতে চলার সময় হটাৎ স্লিপ করে যায়।এর ফলে বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে বড়োসড়ো দুর্ঘটনার ঘটে।সেই সঙ্গে আরও জানা যাচ্ছে আহতদের সংখ্যা ক্রমে ক্রমে বেড়েই চলেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919