নিউজ ফোর সাইড ডেস্ক :: কেরলের ঝোকিকরে বিমান দুর্ঘটনা।১৮৪ জন যাত্রী নিয়ে ভেঙে পরলো "এয়ার ইন্ডিয়া",মৃত্যু হয় পাইলটের।
জানা গেছে শুক্রবার আনুমানিক রাত্রি পৌনে আটটা নাগাদ বিমানটি দুবাই থেকে এসেছিল।রান ওয়েতে চলার সময় হটাৎ স্লিপ করে যায়।এর ফলে বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে বড়োসড়ো দুর্ঘটনার ঘটে।সেই সঙ্গে আরও জানা যাচ্ছে আহতদের সংখ্যা ক্রমে ক্রমে বেড়েই চলেছে।
জানা গেছে শুক্রবার আনুমানিক রাত্রি পৌনে আটটা নাগাদ বিমানটি দুবাই থেকে এসেছিল।রান ওয়েতে চলার সময় হটাৎ স্লিপ করে যায়।এর ফলে বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে বড়োসড়ো দুর্ঘটনার ঘটে।সেই সঙ্গে আরও জানা যাচ্ছে আহতদের সংখ্যা ক্রমে ক্রমে বেড়েই চলেছে।
No comments:
Post a Comment