নিউজ ফোর সাইড ডেস্ক :: নিম্ন চাপের জেরে টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।আবার কোথাও কোথাও নদী বা সমুদ্রের জল ঢুকেছে গরমে গ্রামে।
(ছবি - বিশ্বজিৎ জানা)
পূর্ব মেদিনীপুর জেলার সাহাড়া, কচুয়া ,চকমুরারি গ্রামে বন্যা পরিস্থিতি তে মানুষের জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। ওখানকার বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি জলমগ্ন থাকায় ওই জায়গায় পরিদর্শনে যান বিজেপি নেতৃত্বরা।
এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা এগরা বিধান সভার ভিজিটর অরিজিৎ গিরি , স্থানীয় নেতৃত্ব রামচন্দ্র আচার্য এবং সাংসদ প্রতিনিধি অন্যান্য নেতৃত্ববৃন্দ।তবে তাঁরা জানান স্থানীয় প্রশাসন কোনো রকম সুযোগ-সুবিধা না করায় উনারা জেলা শাসক এবং এগরা বিডিও ওর কাছে ফোনের মাধ্যমে জানান এবং সেইসঙ্গে দলগতভাবে দুর্গত মানুষদের সাহায্যের আশ্বাস দেন।
(ছবি - বিশ্বজিৎ জানা)
পূর্ব মেদিনীপুর জেলার সাহাড়া, কচুয়া ,চকমুরারি গ্রামে বন্যা পরিস্থিতি তে মানুষের জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। ওখানকার বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি জলমগ্ন থাকায় ওই জায়গায় পরিদর্শনে যান বিজেপি নেতৃত্বরা।
এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা এগরা বিধান সভার ভিজিটর অরিজিৎ গিরি , স্থানীয় নেতৃত্ব রামচন্দ্র আচার্য এবং সাংসদ প্রতিনিধি অন্যান্য নেতৃত্ববৃন্দ।তবে তাঁরা জানান স্থানীয় প্রশাসন কোনো রকম সুযোগ-সুবিধা না করায় উনারা জেলা শাসক এবং এগরা বিডিও ওর কাছে ফোনের মাধ্যমে জানান এবং সেইসঙ্গে দলগতভাবে দুর্গত মানুষদের সাহায্যের আশ্বাস দেন।
No comments:
Post a Comment