Breaking News

Translate

Thursday, August 27, 2020

বেহাল রাস্তার কারণে উল্টে গেল মেশিন ভ্যান।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বেহাল রাস্তার কারণে উল্টে গেল মেশিন ভ্যান।

(ছবি বিশ্বজিৎ জানা)

ঘটনাটি ঘটেছে আজ সকালে এগরা বাজকুল রুটে মধ্যে বিভীষণপুর অঞ্চল অফিসের সামনে।একদিকে টানা বৃষ্টি অন্যদিকে  রাস্তার  বেহাল অবস্থা।এই রাস্তায় বর্তমান সাধারণ ভাবে যান চলাচলএর  অনুপযুক্ত হয়ে উঠেছে।আজ তারই শিকার হলো এক মেশিন ভ্যান। তবে মেশিন ভ্যানটি উল্টে গেলেও চালকের তৎপরতায় কেউ আহত হয়নি। কিন্তু স্থনীয়দের দাবি রাস্তার এই অবস্থা থাকলে ভবিষ্যতে খুব বিপদ হতে পারে। তাই সবাইকে সাবধানে ও সতর্কভাবে ওই রাস্তার উপর দিয়ে চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919