Breaking News

Translate

Saturday, August 15, 2020

স্বাধীনতা দিবসেও "করোনার" রাজ শাসন!


  নিউজ ফোর সাইড ডেস্ক :: ১৯৪৭সালে ১৫ ই আগস্ট ভারতমাতাকে   ব্রিটিশদের হাত থেকে শাসন ভার হস্তান্তর করে এক স্বাধীন দেশে প্রতিষ্ঠা হয়েছিল ।আজ ১৫ ই আগস্ট বলতে বলতে ৭৪ তম স্বাধীনতা দিবস সুখ দুঃখের মাঝেও অন্তরের আনন্দের কোনো খামতি নেই সাধারণ মানুষের ।

  কিন্তু আজ ৭৪ তম স্বাধীনতা দিবস পালনের মাঝে কোন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা ছাড়া দেখা যায়নি  ছাত্র-ছাত্রীদের জমায়েত ।যেন করোনাভাইরাস এর রাজ শাসন । কোথাও মিলছে না কারোর মুখে একটু আনন্দের পুস্ফুটিত ছাপ। দেখা যায়নি কারোর মুখে একটু হাসি ।সবাই নির্দিষ্ট ডিসটেন্স বজায় রেখে শিক্ষক-শিক্ষিকারা পতাকা উত্তোলন করছে তাতেও মিলছে না তাদের মুখে খোলা মনের স্বাধীন দিবসের স্বাধীন দেশের জয়  গান ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919