Breaking News

Translate

Tuesday, July 28, 2020

করোনা পরিস্থিতি সামলে নেবে ভারত, উদ্বেগের মধ্যেও সাহস জোগাচ্ছে 'WHO’

নিউজ ফোর সাইড ডেস্ক :: করোনা পরিস্থিতি সামলে নেবে ভারত, উদ্বেগের মধ্যেও সাহস জোগাচ্ছে WHO’র মন্তব্য।

মারন ভাইরাস করোনার  জেরে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত জীবনের স্বাভাবিক ছন্দ পতন হোয়েছে। যতদিন যাচ্ছে, ততই ভয়ংকর হচ্ছে বিশ্বের রূপ। আর গোটা দুনিয়ায় সবচেয়ে সংকটজনক পরিস্থিতি আমেরিকা, ব্রাজিল এবং ভারতে। সংক্রমণের নিরিখে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এই তিন দেশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, করোনা ভাইরাসের প্রকোপ ঠিক সামলে নিতে পারবে এই তিনটি দেশ। এমনটাই মন্তব্য করেছে WHO

 হু’র এমার্জেন্সি প্রোগামের প্রধান ড. মাইকেল রায়ান বলেন, “আমেরিকা, ব্রাজিল এবং ভারতে করোনার (Coronavirus) প্রভাব দিনে দিনে বেড়ে চলেছে ঠিকই। তবে ওরা যথেষ্ঠ শক্তিশালী দেশ তাই আভ্যন্তরীণ ক্ষমতার জোরে এই রোগের সঙ্গে মোকাবিলা অবশ্যই করতে পারবে। এমন কঠিন পরিস্থিতিও ঠিক সামলে নেবে।”
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫৭০ জন। করোনায় মৃত্যু হয়েছে ১,২২৫ জনের। ফলে সব দেশেরই নজর এখন ভ্যাকসিনের দিকে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919