Breaking News

Translate

Tuesday, July 28, 2020

BRAKING! রাজ্যে লক ডাউনের ছন্দ পতন করল রাজ্য সরকার।


নিউজ ফোর সাইড ডেস্ক :: চলতি লক ডাউনের নিয়ম পরিবর্তন করল রাজ্য সরকার। সামনেই বকরি ঈদ তাই লকডাউন হবে না চলতি সপ্তাহের শনিবার । অর্থাৎ শনিবার বাজার হাট সচল থাকবে। তবে রবিবার অর্থাৎ ২ আগস্ট যথারীতি লকডাউন ঘোষিত করেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


 মারন ভাইরাস করোনা মোকাবিলায় কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে ঘোষনা করা হয়েছে প্রতি সপ্তাহে দুদিন সম্পূর্ণ লক ডাউন থাকবে রাজ্য। সেই হিসেবে ২৯ শে জুলাই বুধবার লকডাউন থাকছে গোটা রাজ্য। তবে সপ্তাহের আরেকটা দিন নিয়ে দন্দে রয়েছে আমজনতা।
আজ মঙ্গলবার নবান্ন তরফে জানানো হয়েছে ৩১ শে জুলাই পর্যন্ত লকডাউন  জারি থাকবে অন্যদিকে জানানো হয়েছে চলতি সপ্তাহে শনিবার লকডাউন থাকবে না যেহেতু ১ লা আগস্ট বকরি ঈদ তাই ওদিন লকডাউন না রেখে রবিবার ২রা আগস্ট লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই আসছে রাখি পূর্ণিমা ও ১৫ ই আগস্ট ওই দিনগুলিতেও লকডাউন পুরোপুরি থাকবে না বলে জানিয়েছে নবান্ন। তবে দিনক্ষণ চূড়ান্ত পরিবর্তনের পর  নবান্ন আগামী মাসের একটি তালিকা ঘোষণা করেছে। জেনে নিন কোন কোন দিন লকডাউন জারি থাকবে ৫,৮ ,১৬, ১৭, ২২, ২৩, ২৯, ৩০ শে আগস্ট।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919