নিউজ ফোর সাইড ডেস্ক :: কোনো ভাবেই আটকানো যাচ্ছেনা মারণ ভাইরাস করণাকে।লক ডাউনের মধ্যেই ফের আতঙ্ক বাড়লো কাঁথি পৌরসভায়।
জানা গেছে কাঁথি পৌরসভায় চৌরঙ্গী মোড়ের কাছে এক ব্যবসয়ীর।পেশায় উনি জেরকশ এর ব্যবসা করেন। ডরমেটরি সংলগ্ন এলাকায় তার বাড়ি।গত কয়েকদিন আগে তার শরীরে করনার কিছু উপসর্গ দেখা দেয়। তাই তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
মহকুমা হাসপাতাল থেকে তার ললারস পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে পজেটিভ আসে।বর্তমান তাকে পাঁসকুড়া বড়মা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কাঁথি শহরে একের পর এক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।তাই এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
জানা গেছে কাঁথি পৌরসভায় চৌরঙ্গী মোড়ের কাছে এক ব্যবসয়ীর।পেশায় উনি জেরকশ এর ব্যবসা করেন। ডরমেটরি সংলগ্ন এলাকায় তার বাড়ি।গত কয়েকদিন আগে তার শরীরে করনার কিছু উপসর্গ দেখা দেয়। তাই তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
মহকুমা হাসপাতাল থেকে তার ললারস পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে পজেটিভ আসে।বর্তমান তাকে পাঁসকুড়া বড়মা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কাঁথি শহরে একের পর এক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।তাই এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
No comments:
Post a Comment