নিউজ ফোর সাইড ডেস্ক :: ডাম্পার ও বাসের মুখোমুখি সংঘর্ষ।
ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০.৩০ নাগাদ এন এইচ ১১৬ বি কাঁথি গায়াগিরি বাস স্ট্যান্ডের কাছে।কলকাতা গামী একটি বেসরকারি বাসের মুখোমুখি চলে আসে কাঁথি গামী একটি ডাম্পার।আর তার পরেই ঘটে বিপত্তি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নায়নযুলিতে নেমে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসে এবং যাত্রীদের উদ্ধার করে।
এর ফলে এন এইচ ১১৬ বি তে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত যান চলাচল শুরু করে। সেই সঙ্গে বাস ও ডাম্পার টিকে উদ্ধার করে।এখন প্রশ্ন উঠছে লক ডাউন এর কারণে রাস্তায় তেমন বেশি কোনো গাড়ি নেই তাতেও কেনো মাঝে মাঝে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে?
No comments:
Post a Comment