Breaking News

Translate

Wednesday, July 8, 2020

আমফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিপল প্রদান।



 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা দরিয়পুর গ্রামপাঞ্চায়তের গোপালচক কালিমন্দির প্রাঙ্গনে রাজ্যের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের আর্থিক সহযোগিতায় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় গোপালচক, হাজরাকলা,দঃ হরসচক,জগন্নাথপুর,গোপালপুর,বাঁকিপুট  সংসদে আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ির দুঃস্থ মানুষদের মধ্যে ত্রিপল প্রদান করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা, জেলাপরিষদের অধ্যক্ষ তথা প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা,বি ডি ও মনোজ মল্লিক , বলাই পইড়া, প্রধান অসীম জানা,অমলেন্দু জানা,সবুজ মাইতি,গীতাঞ্জলি বারিক,কৃষ্ণা জানা,সুদীপা ভুঁইয়া,দীনেশ দাস সহ দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষগন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919