Breaking News

Translate

Sunday, July 12, 2020

শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করলো "বীরেন্দ্রনাথ শাসমল তরুণ তীর্থ" সংগঠন।



নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভায় লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামীর উদ্যোগে ছোট কিশোর ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে।স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে কিছু শিক্ষা সামগ্রী ও মাস্ক  বিতরণ করা হয়। পদ্মপুকুরিয়া রটন্তী কালিমন্দির প্রাঙ্গনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির ব্যবস্থাপণা করে বীরেন্দ্রনাথ শাসমল তরুন তীর্থ শিশু সংগঠন কাঁথি শাখা | এদিন প্রায়  ১০০ জন শিশুর হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয় |লক ডাউনে স্কুল বন্ধ থাকার কারণে মনমরা হয়েপড়েছে ছোট ছোট পড়ুয়ারা।তাই এমন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি কচি কাঁচারা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919