নিউজ ফোর সাইড ডেস্ক :: বিরল প্রজাতির সাপ দেখে চাঞ্চল্য ছাড়ালো গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার শ্রীরামপুর গ্রামে।তপন সিংহ নামে এক ব্যক্তির বাড়ির কাছে এক পরিতক্ত জলে জড়িয়ে যায় বিরল প্রজাতির অপরিচিত সাপ।এই সাপের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় কৌতূহলী গ্রামবাসীরা।সাপটি দেখে নানা জনের নানা মতে বিভিন্ন নাম সোনা যায়।পরে কাঁথি বন বিভাগে ফোন করা হয় ও একটি ছবি পাঠানো হয়।তারা বলেন এটি ঘোড়া নাগ সাপ।বিষাক্ত নয় তবে এটি বিরল প্রজাতির।তাই গ্রামবাসীরা উদ্যোগ নেয় সাপটিকে জঙ্গলে ছাড়ার জন্যে।এমন সাপ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার শ্রীরামপুর গ্রামে।তপন সিংহ নামে এক ব্যক্তির বাড়ির কাছে এক পরিতক্ত জলে জড়িয়ে যায় বিরল প্রজাতির অপরিচিত সাপ।এই সাপের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় কৌতূহলী গ্রামবাসীরা।সাপটি দেখে নানা জনের নানা মতে বিভিন্ন নাম সোনা যায়।পরে কাঁথি বন বিভাগে ফোন করা হয় ও একটি ছবি পাঠানো হয়।তারা বলেন এটি ঘোড়া নাগ সাপ।বিষাক্ত নয় তবে এটি বিরল প্রজাতির।তাই গ্রামবাসীরা উদ্যোগ নেয় সাপটিকে জঙ্গলে ছাড়ার জন্যে।এমন সাপ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
No comments:
Post a Comment