( ছবি - সুভাষ মিশ্র )
অন্যদিকে এই বিশাল আকারের তিমি দেখার পর খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা এসে মৃত টিমিতিকে সথকারের ব্যবস্থা করেছেন।অনুমান করা হচ্ছে দীর্ঘ লক ডাউন চলার জন্যে কোনো ট্রলার সমুদ্রে যাচ্ছে না।তাই নীরব সমুদ্রের জলেই ঘুরতে ঘুরতে সৈকতের দিকে চলে এসেছে।
No comments:
Post a Comment