নিউজ ফোর সাইড ডেস্ক :: দিশেহারা হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক দশম শ্রেণীর ছাত্রী।
ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশিন্দা এলাকায়।জানা গেছে লক ডাউনের কারণে অন লাইনে পড়াচ্ছেন স্যারেরা।তাই স্মার্ট মোবাইল জরুরি।শিবানী কুমারী নামে এক ছাত্রী ইংরেজী মাধ্যম স্কুলে পড়ত।কিন্তু মোবাইল খারাপ হয়ে যাও়ায় আর অনলাইনে ক্লাস করতে পারেনি।ফলে সে পিছিয়ে পড়তে পারে।পরীক্ষার ফল ভালো নাও হতে পারে।এই মানসিক চিন্তা ঢুকে যায় তার মধ্যে।এই কারণেই শেষমেষ আত্মহত্যার পথ বেছে নেয় শিবানী।
শিবানীর গ্রামের বাড়ি বিহারের সমস্থিপুরে।সেখানে মা বাবা ভাই লক ডাউনের কারণে আসতে পারেননি হাওড়ার। শিবানী তার দাদার সাথে হাওড়ার নিশিন্দা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো।গতকাল বিকেলে ফাঁকা ঘরে আত্মঘাতী হয় শিবানী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।অন্যদিকে আজ সকালে বিহার থেকে চলে আসেন তার বাবা।মোবাইল কিনে দিতাম এখানে থাকলে।তবে এর কারণে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা কখনোই ভাবিনি।
ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশিন্দা এলাকায়।জানা গেছে লক ডাউনের কারণে অন লাইনে পড়াচ্ছেন স্যারেরা।তাই স্মার্ট মোবাইল জরুরি।শিবানী কুমারী নামে এক ছাত্রী ইংরেজী মাধ্যম স্কুলে পড়ত।কিন্তু মোবাইল খারাপ হয়ে যাও়ায় আর অনলাইনে ক্লাস করতে পারেনি।ফলে সে পিছিয়ে পড়তে পারে।পরীক্ষার ফল ভালো নাও হতে পারে।এই মানসিক চিন্তা ঢুকে যায় তার মধ্যে।এই কারণেই শেষমেষ আত্মহত্যার পথ বেছে নেয় শিবানী।
শিবানীর গ্রামের বাড়ি বিহারের সমস্থিপুরে।সেখানে মা বাবা ভাই লক ডাউনের কারণে আসতে পারেননি হাওড়ার। শিবানী তার দাদার সাথে হাওড়ার নিশিন্দা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতো।গতকাল বিকেলে ফাঁকা ঘরে আত্মঘাতী হয় শিবানী।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।অন্যদিকে আজ সকালে বিহার থেকে চলে আসেন তার বাবা।মোবাইল কিনে দিতাম এখানে থাকলে।তবে এর কারণে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা কখনোই ভাবিনি।
No comments:
Post a Comment