Breaking News

Translate

Monday, June 8, 2020

ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: একে করণার প্রকোপ তার ওপর আম্ফানের মতো সুপার সাইক্লোন দাপিয়ে বেড়িয়েছে উপকূল বর্তী অঞ্চল গুলিতে।আবার আসতে পারে পঙ্গপাল।সে নিয়েও রয়েছে দুশ্চিন্তা এরই মধ্যে চলতি সপ্তাহে বর্ষা ঢোকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর।তাই ভাঙ্গা বাড়িতে কেমন করে দিন কাটবে সাধারণ মানুষ তা নিয়ে চিন্তার অন্ত নেই।


তাই  ঘূর্ণি ঝড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন প্রসাশন।তারই নিরিখে  রাজ্যের পরিবহন ও সেচ দপ্তরের মন্ত্রী, মাননীয় শুভেন্দু অধিকারীর আর্থিক সহযোগিতায় GP-45 এর অন্তর্গত দারিয়াপুর অঞ্চলের নানকার বামুনিয়া, দহসোনামুই, গোপালচক, হাজরাকলা, দক্ষিণ হরশ্চক, কাজীচক, পিরিচপুর, জগন্নাথপুর-এ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আপাতত মাথা গোঁজার ঠাঁই টুকু করতে ত্রিপল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ তথা প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা, অঞ্চল  সভাপতি দিপক গিরি, সদস্য অজয় সাউ, সুপ্রীতি মিশ্র, মিতালী মন্ডল, মানাশু দাস সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919