Breaking News

Translate

Sunday, June 7, 2020

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে।বাংলায় বর্ষার প্রবেশ।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  সবেমাত্র গেলো আমফান। লন্ডভন্ড হয়েছে বাংলার বিভিন্ন এলাকা। ধূলিসাৎ হয়েছে বহু বাড়ি।সর্বহারা হয়েছে বহু মানুষ। আর সেই সব ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে ত্রাণের কাজ। এখনো সবজায়গায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি।তবে জোরকদমে কাজ করছে বিদ্যুৎ কর্মীরা।

এর মধ্যেই আবার নিম্নচাপের আভাস জানালো আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ।তাহলে কি তীব্র গরমের মাঝে একটু স্বস্তির বৃষ্টির আসতে চলেছে? আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা । রাজ্যে বৃষ্টির প্রকোপ বাড়বে আগামী বুধবার থেকে।সেইসঙ্গে বর্ষা প্রবেশ করবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

এরই মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু্ দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করে ফেলেছে বলে জানা গিয়েছে।পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী দু দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । কোচবিহার ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার সারা রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের শেষের দিকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।




No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919