নিউজ ফোর সাইড ডেস্ক :: অ্যাম্ফান ঘূর্ণি ঝড়ের পর থেকেই প্রায় প্রত্যেকদিন সন্ধ্যের সময় মুখ ভার করে রয়েছে আকাশ সাথে রয়েছে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত।ঠিক এমনই আবহাওয়াও বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পাঁচরোল গ্রামে । মঙ্গলবার সকালে নিজের বাড়ির পুকুরে মাছ ধরতে যান পাঁচরোল গ্রামের চন্দন পাত্র ।
হঠাৎ দেখেন তাঁর মাছের জালে উঠেছে হলদে রঙের এক বিরল প্রাণী । কৌতূহলবশত প্রতিবেশীদের ডেকে প্রাণীটিকে দেখান । প্রথমত কেউই ওই প্রাণীটিকে চিনতে পারেননি। ক্ষণিক সময় গেলে ভালো করে দেখার পর বুঝতে পারেন ওই প্রাণীটি হলদে রংয়ের একটি কচ্ছপ।তবে এটি খুব কম দেখাযায় তাই প্রথমে সনাক্ত করতে অসুবিধা হয় ।এলাকায় পর পর জানাজানি হলে প্রচুর মানুষ ভিড় জমান কচ্ছপ দিকে দেখতে। স্থানীয়রা ও চন্দন বাবু বনদপ্তর এর কাছে খবর পাঠালে এগরা বনদপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।
No comments:
Post a Comment