নিউজ ফোর সাইড ডেস্ক :: পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশে উপস্থিত সমস্ত সজীব ও জারো বস্তু।তবুও পরিবেশে বিভিন্ন কিছু কিছু জীবের বিলুপ্তি ঘটেছে।আবার কিছু কিছু বিলুপ্তপ্রায়।যেমন একটি বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগকুল।
(প্রতিকী ছবি)
একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল একটি বাচ্চা গন্ধগোকুল। ঘটনাটি ঘটেছে পূর্বমেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত পাজনকুল গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে বেশ কয়েকটি দিন আগে ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে মৃত্যু হয় একটি গন্ধগোকুলের ।এরপর আজ বিকেলে ওই বাড়ির সামনে আর একটি বাচ্চা গন্ধগোকুল দেখতে প্রায় স্থানীয় এলাকার এক বাসিন্দা।এরপর গ্ৰামবাসীরা প্রানীটিকে দেখার জন্য ভিড় জমায়।তাদের অনুমান আগের গন্ধগোকুলটি এই বাচ্চার মা ছিলো। কিছু সময় পরে গ্ৰামের বাসিন্দারা ভগবানপুর বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বাচ্চা গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।কেনো বা কিভাবে মারা গেলো গান্ধগোকুল তা স্পষ্ট বোঝা যায়নি।
(প্রতিকী ছবি)
একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল একটি বাচ্চা গন্ধগোকুল। ঘটনাটি ঘটেছে পূর্বমেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত পাজনকুল গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে বেশ কয়েকটি দিন আগে ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে মৃত্যু হয় একটি গন্ধগোকুলের ।এরপর আজ বিকেলে ওই বাড়ির সামনে আর একটি বাচ্চা গন্ধগোকুল দেখতে প্রায় স্থানীয় এলাকার এক বাসিন্দা।এরপর গ্ৰামবাসীরা প্রানীটিকে দেখার জন্য ভিড় জমায়।তাদের অনুমান আগের গন্ধগোকুলটি এই বাচ্চার মা ছিলো। কিছু সময় পরে গ্ৰামের বাসিন্দারা ভগবানপুর বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বাচ্চা গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।কেনো বা কিভাবে মারা গেলো গান্ধগোকুল তা স্পষ্ট বোঝা যায়নি।
No comments:
Post a Comment