নিউজ ফোর সাইড ডেস্ক :: গৃহ বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাঁথি মহকুমা পশ্চিম দারুয়া।
সূত্রে খবর আজ থেকে প্রায় সাত বছর আগে পশ্চিম দারুয়ার রসরঞ্জন জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিল এগরা থানার বড়ো নলগেরার রীনার সাথে।বিয়ের কয়েকদিন পর থেকেই বৌমা রীনার ওপর বিবাহ পনের কারণে অত্যাচার চলাত শ্বশুর বাড়ির লোকজন।এমনটাই অভিযোগ মেয়ের বাড়ির লোকজনের।
(প্রতিকী ছবি )
ইতিমধ্যে হটাৎ রীনার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় বাড়ির দালানে।রীনার মৃত্যুর খবর জানার পরেই বাপের বাড়ির লোকজন এসে পশ্চিম দারুয়ায় রীনার শ্বশুর বাড়ির লোকজনের ওপর চড়াও হয়।
স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার রাতে পারিবারিক কলহ হয়েছিলো।অনুমান সেই কারণেই রীনার এমন পরিণতি।তবে এটা খুন না আত্মহত্যা? পুলিশ তদন্তে নেমে এর আসল রহস্য উদঘাটন করবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রে খবর আজ থেকে প্রায় সাত বছর আগে পশ্চিম দারুয়ার রসরঞ্জন জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিল এগরা থানার বড়ো নলগেরার রীনার সাথে।বিয়ের কয়েকদিন পর থেকেই বৌমা রীনার ওপর বিবাহ পনের কারণে অত্যাচার চলাত শ্বশুর বাড়ির লোকজন।এমনটাই অভিযোগ মেয়ের বাড়ির লোকজনের।
(প্রতিকী ছবি )
ইতিমধ্যে হটাৎ রীনার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় বাড়ির দালানে।রীনার মৃত্যুর খবর জানার পরেই বাপের বাড়ির লোকজন এসে পশ্চিম দারুয়ায় রীনার শ্বশুর বাড়ির লোকজনের ওপর চড়াও হয়।
স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার রাতে পারিবারিক কলহ হয়েছিলো।অনুমান সেই কারণেই রীনার এমন পরিণতি।তবে এটা খুন না আত্মহত্যা? পুলিশ তদন্তে নেমে এর আসল রহস্য উদঘাটন করবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
No comments:
Post a Comment