নিউজ ফোর সাইড ডেস্ক :: লাগাতার লকডাউনে চরম রক্তসংকট মেটাতে হিমসিম খাচ্ছে রাজ্যের ব্লাড ব্যাংক গুলি।তাই জেলার বিভিন্ন এলাকায় রক্তদান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংস্থা।এবার রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন ধর্মদাসবাড় মাদ্রাসা দ্বারে আরকাম।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ সকাল ১০ টা থেকে শুরু হয় এই রক্তদান শিবির।সহযোগী সংগঠন হিসেবে ছিল কাঁথি আগামী লায়ন্স ক্লাব যাদের সহযোগিতায় ব্লাড সুগার টেস্ট ও রক্তের গ্রুপ সনাক্তকরনও করা হয় বিনামূল্যে।এদিন শিবিরের উদ্বোধক ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্রনাথ জানা।উপস্থিত ছিলেন কসবাগোলা এফ ও বি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল আলি খান, মাদ্রাসা দ্বারে আরকামের প্রধান শিক্ষক মুফতি রাহাতুল্লা সাহেব,শিক্ষক মওলানা ইমরান আলি,সমাজসেবী মধুসূদন দাস অধিকারী প্রমুখ। কাঁথি আগামী লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি স্বরূপ কুমার মাইতি, সদস্য অশোক বর্মন, প্রীতম বেরা ,হৈমন্তী দাস অধিকারী, দীপ্তি দাস অধিকারী প্রমুখ।প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দেন আজকের এই শিবিরে।যার মধ্যে প্রায় ১০ জন ছিলেন মহিলা। এই মহতি উদ্যোগ কে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান মাদ্রাসার সম্পাদক সেক ইসরাইল আলি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজ সকাল ১০ টা থেকে শুরু হয় এই রক্তদান শিবির।সহযোগী সংগঠন হিসেবে ছিল কাঁথি আগামী লায়ন্স ক্লাব যাদের সহযোগিতায় ব্লাড সুগার টেস্ট ও রক্তের গ্রুপ সনাক্তকরনও করা হয় বিনামূল্যে।এদিন শিবিরের উদ্বোধক ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্রনাথ জানা।উপস্থিত ছিলেন কসবাগোলা এফ ও বি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল আলি খান, মাদ্রাসা দ্বারে আরকামের প্রধান শিক্ষক মুফতি রাহাতুল্লা সাহেব,শিক্ষক মওলানা ইমরান আলি,সমাজসেবী মধুসূদন দাস অধিকারী প্রমুখ। কাঁথি আগামী লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি স্বরূপ কুমার মাইতি, সদস্য অশোক বর্মন, প্রীতম বেরা ,হৈমন্তী দাস অধিকারী, দীপ্তি দাস অধিকারী প্রমুখ।প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দেন আজকের এই শিবিরে।যার মধ্যে প্রায় ১০ জন ছিলেন মহিলা। এই মহতি উদ্যোগ কে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান মাদ্রাসার সম্পাদক সেক ইসরাইল আলি।
No comments:
Post a Comment