নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনের মধ্যেই ছিনতাই বাজরা এক যুবককে গুরুতর জখম করে পালালো। সঙ্গে নিয়ে গেলো মোবাইল,বাইক, ও মানিব্যাগ।মানিব্যাগে ছিল প্রায় ৫০০০ টাকা।
ঘটনাটি ঘটেছে গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেসিয়াড়ি জামবনি এলাকার কেশিয়াড়ি বেলদা রাজ্য সরকে।আহত যুবকের নাম জয়ন্ত পণ্ডিত(২৬)।জানা গেছে জয়ন্ত পাম্প বসানোর কাজ করে।তার বাবা একজন স্থানীয় সব্জি ব্যবসায়ী। জিজ্ঞাসবাদে জানা গেছে গত শনিবার কাজের দরুন বাইরে বেরিয়েছিল।ফিরতে প্রায় রাত সাড়ে আটটা হোয়ে যায়।কুকাই সংলগ্ন জামবনির কাছে এক ব্যক্তি দাড়াতে বলায় গাড়ির গতি কমিয়ে দিতেই সজোরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।আঘাতের ফলে অচেতন হয়ে পড়ে যায় ওই যুবক।সঙ্গে সঙ্গে বাইক,মোবাইল, ও মানিব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাই বাজরা।
বেশ কিছু সময় পর ওই রাস্তা দিয়ে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স ডিউটি সেরে বাড়ি ফিরছিল।সেই সময় তাকে পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে কেশিয়ারী হাসপাতালে ভর্তি করে।বর্তমান সেখানেই সে চিকিৎসাধীন।তবে কেনো এমন ঘটনা ঘটলো তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেসিয়াড়ি জামবনি এলাকার কেশিয়াড়ি বেলদা রাজ্য সরকে।আহত যুবকের নাম জয়ন্ত পণ্ডিত(২৬)।জানা গেছে জয়ন্ত পাম্প বসানোর কাজ করে।তার বাবা একজন স্থানীয় সব্জি ব্যবসায়ী। জিজ্ঞাসবাদে জানা গেছে গত শনিবার কাজের দরুন বাইরে বেরিয়েছিল।ফিরতে প্রায় রাত সাড়ে আটটা হোয়ে যায়।কুকাই সংলগ্ন জামবনির কাছে এক ব্যক্তি দাড়াতে বলায় গাড়ির গতি কমিয়ে দিতেই সজোরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।আঘাতের ফলে অচেতন হয়ে পড়ে যায় ওই যুবক।সঙ্গে সঙ্গে বাইক,মোবাইল, ও মানিব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাই বাজরা।
বেশ কিছু সময় পর ওই রাস্তা দিয়ে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স ডিউটি সেরে বাড়ি ফিরছিল।সেই সময় তাকে পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে কেশিয়ারী হাসপাতালে ভর্তি করে।বর্তমান সেখানেই সে চিকিৎসাধীন।তবে কেনো এমন ঘটনা ঘটলো তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
No comments:
Post a Comment