Breaking News

Translate

Sunday, May 3, 2020

কাঁথিতে হার ছিনতাইকারীদের ধরলো পুলিস।

নিউজ ফোর সাইড ডেস্ক ::একে লক ডাউন তার ওপর চুরি।কিন্তু পুলিশের হাতে গভীর রাতে কাঁথির হার চোরেরা ধরা পড়লো।
ভর দুপুরে সোনার  হার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। ধৃতরা হল মারিশদা থানার অরিন্দম দাস ও নিরুপম দাস।

গত ১৯ শে এপ্রিল এক মহিলা বাজার করে বাড়ি ফেরার সময় কাঁথি স্কুল বাজারে টোটো থেকে নামতেই দুই যুবক বাইকে এসে মহিলার গলার হার ছিনতাই করে পালিয়ে যায়।ওই যুবকদের মুখে মাস্ক পরে থাকার কারণে দুই যুবককে প্রথমে সনাক্তকরন সম্ভব হয়নি।তবে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।
কাঁথি থানার পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। শুধু কি এই দুই যুবক নাকি ওদের বড় গ্যাং রয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919