নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর।
ঘটনাটি ঘটেছে কাঁথি পৌরসভার অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুরে।সকালে তিন বন্ধু ওই পুকুরে।প্রথমে দুই বন্ধু জলে নামে পরে সম্ভু নামে এক বন্ধু জলে নামার সময় পা পিছলে যায়। সম্ভু সাঁতার নাজানার কারণে ওই গভীর পুকুরে তলিয়ে যেতে থাকে।আচমকা দুই বন্ধু তাকে তলিয়ে যেতে দেখে ভয়ে পুকুর থেকে উঠে এসে বাড়িতে খবর দেয়।সম্ভু নায়ক(৯) বাবার নাম রঞ্জিত নায়াক। বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডের পুরনো পুলিশ ফাঁড়ির কাছে।বাড়ির লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।কিন্তু ভাগ্যের পরিহাস ততক্ষণে ছোট্ট সম্ভু আর বেঁচে নেই।আনন্দ করে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে কেউই ভাবেনি।তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
No comments:
Post a Comment