Breaking News

Translate

Saturday, May 23, 2020

জেলার ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি জেলায়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি লক্ষ করা গেছে তমলুক হলদিয়া, কাঁথি ও এগরা মহাকুমার বিভিন্ন এলাকায়। কাঁচা বাড়ি,পুরনো বাড়ি, টালি, খড়,আসবেস্টার্সের চালা এবং গাছপালা একেবারে লন্ডভন্ড করে দিয়েছে ঘূর্ণিঝড় আমফান।এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থেকে পানীয় জল সমস্ত কিছু এখন বন্ধ রয়েছে নানান জায়গায়। তাই এই সমস্ত ব্লকগুলি দ্রুত স্বাভাবিক করার জন্য শনিবার পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লক পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও তমলুক মহাকুমার বিভিন্ন এলাকায় পরিদর্শনের যান জেলাশাসক। মহিষাদল ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ দুই মহাকুমার কয়েকটি ব্লক পরিদর্শন করেন। এদিন জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক কুমার চক্রবর্তী প্রমুখ।

শ্রী পার্থ ঘোষ বলেন, জেলাকে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।সেইসঙ্গে এও জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সবরকম প্রশাসনিক ভাবে সহযোগিতা করা হবে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919