নিউজ ফোর সাইড ডেস্ক :: ফনি,বুলবুল,হুদহুদ ছাড়া আরও অন্যান্য ঘূর্ণি ঝড়কে টেক্কা দিয়ে নিজের ক্ষমতার দাপটে তাণ্ডব চালালো বিধ্বংসী ঘূর্ণি ঝড় "আমফান"।অবহাওয়া বিদদের মতে বাতাসের গতিবেগ ছিল প্রায় ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। দীর্ঘক্ষণ ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সহ সাত জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচা বাড়ি, টালির চাল,আসবেস্টাস চাল এবং পুরনো বাড়ি গুলি।রাস্তার ওপরে গাছ পড়ে বহু জায়গায় বিদ্যুতের তার ছিড়েছে,ভেঙেছে অনেক বিদ্যুৎ খুঁটি এমনকি কোনো কোনো জায়গায় বাড়ির উপরেও গাছ পড়ে বাড়ির ক্ষতি হোয়েছে।উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলচ্ছাসের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবনের রূপ দেখা গেছে।তবে আগাম সতর্ক বার্তা দেওয়ার কারণে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এবং গবাদি পশুর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সমস্ত রকম বিপর্যয় মোকাবিলার জন্য এন ডি আর এফ দল ও প্রশাসন তৎপর রয়েছে।
No comments:
Post a Comment