নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি লাইফ লাইন প্যারা মেডিক্যাল ট্রেনিং সেন্টার ও বামুনবাড় হরি মন্দির কমিটি যৌথ উদ্দোগে ও সমাজ সেবী কনিষ্ক পন্ডা তত্ববধানে বেতালিয়া, বামুনবাড়, বরুনাবেড়িয়া ৮০ জন পরিবারের হাতে খাদ্য সামগ্রী (চিড়া ,মুড়ি সাবান ,তেল অালু, পেঁয়াজ ডিম ) বিতরন করা হয়।
উপস্থিতি ছিলেন লাইফ লাইন নার্সিং কলেজ কর্নধার রঞ্জন দাস ও নিখিল মান্না, সুচন্দন পন্ডা, নন্দন পাএ প্রমুখ।
No comments:
Post a Comment