Breaking News

Translate

Saturday, May 16, 2020

২১০০ পরিবারের পাশে দাঁড়াল কাঁথির "হার্ট উইনিং বয়েজ"।


নিউজ ফোর সাইড ডেস্ক :: গতকাল শুক্রবার কাঁথি পৌরসভার "হার্ট উইনিং বয়েজ" ক্লাবের পক্ষ থেকে প্রায় ২১০০ পরিবারের হতে খাদ্য সামগ্রী চাল, ডাল,তেল,আলু,সাবান ইত্যাদি বিতরণ করা হয়।এদিন উপস্থিত ছিলেন ক্লাবের শুভদীপ,সুমন,অনুপম,অমিত ও অন্যান্য সদস্যরা।ক্লাবের তরফ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান কৌশিক জানা,সুদীপ্ত গিরি,শেফালী গিরি সহ অন্যান্যদের।সেই সঙ্গে ক্লাবের একটি হেল্প লাইন নম্বর(8759823101) দেওয়া হয় সকাল দুস্থ অসহায় মানুষদের জন্য। সত্যিই যারা দুস্থ যাদের সাহায্যের প্রয়োজন তারা যেনো ক্লাবের সাথে যোগাযোগ করেন।তাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করা হবে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919