নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি পৌরসভার মধ্যেই মিলল করোনা আক্রান্ত এক ব্যক্তি। কাঁথির অনতি দূরে বলিয়ারপুর গ্রামে বাড়ি সৃজিব কুমার মিশ্র নামে ওই ব্যক্তির।তবে কাঁথি ক্যানেল পাড়ে ভাড়া থাকতেন সৃজব মিশ্র।তার বয়স প্রায় ৫০ বছর।গত ৩০ সে এপ্রিল বলিয়ারপুর বাড়িতে তিনি যান।৪ ঠা মে তার জ্বর হয়। ৬ তারিক কাঁথির এক বিশিষ্ট ডাক্তারকে দেখান। ৯ তারিখ তার শরীরে করোনা মতো কিছু লক্ষণ দেখা যায়।১১তারিখ কাঁথি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।সেই দিনই সন্ধ্যায় কলকাতার লর্ড হাসপাতালে ভর্তি করা হয়।তারপর ১৩ তারিখ পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আবার ওই দিন সল্টলেক এর এ এম আর আই তে নিয়ে যায়। গতকাল ১৪ তারিখ তার লাল রস পরীক্ষা হয়। আজ ১৫ তারিক তার শরীরে করোনা পজেটিভ বলে জানা যায়। সৃজিব বাবুর মা আলকা মিশ্র বলিয়ারপুর থাকেন।বর্তমান স্ত্রী জয়তি মিশ্র, মেয়ে সংগীতা কলকাতাতেই আছেন। আর এক মেয়ে সুচিস্মিতা মিশ্র ছেলে শ্রীকৃষ্ণ মিশ্র মা আলোকা মিশ্র কে চন্ডিপুর কভিড হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কাঁথি বাসী।
নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি পৌরসভার মধ্যেই মিলল করোনা আক্রান্ত এক ব্যক্তি। কাঁথির অনতি দূরে বলিয়ারপুর গ্রামে বাড়ি সৃজিব কুমার মিশ্র নামে ওই ব্যক্তির।তবে কাঁথি ক্যানেল পাড়ে ভাড়া থাকতেন সৃজব মিশ্র।তার বয়স প্রায় ৫০ বছর।গত ৩০ সে এপ্রিল বলিয়ারপুর বাড়িতে তিনি যান।৪ ঠা মে তার জ্বর হয়। ৬ তারিক কাঁথির এক বিশিষ্ট ডাক্তারকে দেখান। ৯ তারিখ তার শরীরে করোনা মতো কিছু লক্ষণ দেখা যায়।১১তারিখ কাঁথি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।সেই দিনই সন্ধ্যায় কলকাতার লর্ড হাসপাতালে ভর্তি করা হয়।তারপর ১৩ তারিখ পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আবার ওই দিন সল্টলেক এর এ এম আর আই তে নিয়ে যায়। গতকাল ১৪ তারিখ তার লাল রস পরীক্ষা হয়। আজ ১৫ তারিক তার শরীরে করোনা পজেটিভ বলে জানা যায়। সৃজিব বাবুর মা আলকা মিশ্র বলিয়ারপুর থাকেন।বর্তমান স্ত্রী জয়তি মিশ্র, মেয়ে সংগীতা কলকাতাতেই আছেন। আর এক মেয়ে সুচিস্মিতা মিশ্র ছেলে শ্রীকৃষ্ণ মিশ্র মা আলোকা মিশ্র কে চন্ডিপুর কভিড হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কাঁথি বাসী।
No comments:
Post a Comment