Breaking News

Translate

Friday, May 1, 2020

যথাযত সম্মানের সাথে চৈতন্যপুরে পালিত হলো আন্তর্জাতিক ঐতিহাসিক মেদিবস।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ১ লা মে অর্থাৎ ঐতিহাসিক মে দিবস।আজ SUCI(c) হলদিয়া লোকাল কমিটির পক্ষ থেকে চৈতন্যপুর পার্টি অফিসে শহীদ বেদীতে মাল্যদান ও রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৩৭ তম মেদিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি হিসাবে উদযাপিত হয় এবং মঞ্জুশ্রীমোড়ে শ্রমিক সংগঠন AIUTUC এর পক্ষ থেকেও মেদিবস পালিত হয়।
(ছবি - অসিত চক্রবর্তী)

মেদিবস শ্রমজীবি মানুষের কাছে বছর বছর নূতন বার্তা নিয়ে আসে।যে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ৮ ঘন্টার শ্রমদিবস অর্জিত হয়েছিল,আজ সেই অধিকার প্রায় বিপন্ন হতে চলেছে।শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় সামান্য বেতনে বেশি খাটানো হচ্ছে।এমনকি কোনো কোনো ক্ষেত্রে ১২-১৪ ঘন্টা কাজ করানো হচ্ছে মালিকের মর্জিঅনুযায়ী।বর্তমান করোনা সংক্রমন পরিস্তিতিতে লক্ষ লক্ষ মানুষ আজ প্রান হারাচ্ছে।আমাদের প্রধানমন্ত্রী ঘোষনা করা সত্ত্বেও মালিকরা তাদের কোন বেতন দিচ্ছে না।পরিযায়ী শ্রমিক-ক্ষুদ্র শীল্প ও অসংগঠিত শ্রমিকরা না খেতে পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে এমনকি আত্মহত্যার চেষ্টাও করতে পিছুপা হচ্ছে না।কেন্দ্র সরকার শ্রমিক কমের অজুহাতে কারখানা আইনের ৫নং ধারা পরিবর্তন করে ১২ ঘন্টা কাজ করতে বাধ্য করছে(সাময়িক বললেও গুজরাট রাজ্যে এই আইন কার্যকর করছে)
এরকম এক সংকটজনক পরিস্তিতিতে মেদিবস নতুন করে জাগার আহ্বান দেয়।শ্রমজীবি মানুষের ঐক্যের ভিত্তিতে যথার্থ শ্রমিক শ্রেণীর নেতৃত্বে চাই লড়াই চাই সংগ্রাম-যা আগামী দিনে রক্তপতাকাকে উড্ডিন রাখবে,-থাকবে অমলিন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919