নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের "ঝাওয়া গৌরাঙ্গ মহাপ্রভু ক্লাবের" ব্যবস্থাপনায় চলতি লক ডাউন সময়ে প্রায় ১২০ জন দুঃস্থ পরিবারের হাতে আলু,পেঁয়াজ, সাবান, তেল,মুড়ি,বিস্কুট,সোয়াবিন খাদ্যসামগ্রী তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিস দের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ বেরা।এছাড়া এদিন ক্লাবের সদস্যরা সহ উপস্থিত ছিলেন শিক্ষক সুবিমল দাস প্রমুখ।এই দুঃসময়ে ক্লাবের এমন উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান।
নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের "ঝাওয়া গৌরাঙ্গ মহাপ্রভু ক্লাবের" ব্যবস্থাপনায় চলতি লক ডাউন সময়ে প্রায় ১২০ জন দুঃস্থ পরিবারের হাতে আলু,পেঁয়াজ, সাবান, তেল,মুড়ি,বিস্কুট,সোয়াবিন খাদ্যসামগ্রী তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলাপরিস দের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ বেরা।এছাড়া এদিন ক্লাবের সদস্যরা সহ উপস্থিত ছিলেন শিক্ষক সুবিমল দাস প্রমুখ।এই দুঃসময়ে ক্লাবের এমন উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান।
No comments:
Post a Comment