নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি পুরসভার ২০ নঃ ওয়ার্ডের ধর্মদাস বাড়ের সুধাংশু শেখর মান্না ও তার পরিবারের সদস্যরা আজ ২৫০ জন দুস্থ মানুষের হাতে দৈনন্দিন খাদ্য সামগ্রী তুলে দেন।সুধাংশু বাবু ও তার পুত্র পেশায় সব্জি ব্যবসায়ী।সুপার মার্কেটে মা চন্ডী সব্জি ভান্ডার উনাদের দোকান।লক ডাউনের কারণে ব্যবসায় সামান্য মন্দা চলছে।তবে নিজের এলাকায় পাশাপাশি দুস্থ লোকজনদের সাহায্য করতে পিছুপা হয়নি এই মান্না পরিবার।
এদিন বিকেলে নিজের বাসভবনের সামনে থেকেই সুধাংশু বাবু,দীপক মান্না,সত্যেন মান্না,প্রদীপ মান্না পাশের বিশিষ্ট ডাক্তার দেবব্রত পান্ডা,সমাজসেবী শিধ্যেস্বর প্রধান আগত পরিবারের প্রতিনিধিদের হতে চাল ২.৫কেজি, আলু ১.৫কেজি, পটল ১কেজি, সয়াবিন এক প্যাকেট, পেঁয়াজ ১ কেজি, বিস্কুট,একটি কুমড়া তুলে দেন।
এদিন বিকেলে নিজের বাসভবনের সামনে থেকেই সুধাংশু বাবু,দীপক মান্না,সত্যেন মান্না,প্রদীপ মান্না পাশের বিশিষ্ট ডাক্তার দেবব্রত পান্ডা,সমাজসেবী শিধ্যেস্বর প্রধান আগত পরিবারের প্রতিনিধিদের হতে চাল ২.৫কেজি, আলু ১.৫কেজি, পটল ১কেজি, সয়াবিন এক প্যাকেট, পেঁয়াজ ১ কেজি, বিস্কুট,একটি কুমড়া তুলে দেন।
No comments:
Post a Comment