নিউজ ফোর সাইড ডেস্ক :: চলতি লক ডাউনের কারণে সাধারণ মানুষ অনেকটাই অসুবিধার মধ্যে পড়ছে।আবার পূর্ব মেদিনীপুর জেলা "রেড জোন" এর আয়তায় রয়েছে।
(ছবি - অসিত চক্রবর্তী)
সেদিক থেকে একেবারেই গৃহ বন্দী এই এলাকার মানুষ।তাই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাতা থানার গোবিন্দপুর গ্রামের "চক্রবর্তী কোচিং সেন্টারের" তরফ থেকে দৈনন্দিন খাদ্য সামগ্রী তেল, ডাল,আলু সেই সঙ্গে সেনিটাইজারের জন্যে ব্লিচিং,ফিনায়িল,সাবান ইত্যাদি প্রায় ৫০ টি পরিবারের হতে তুলে দেন।কোচিং সেন্টারের প্রধান গোবিন্দ চক্রবর্তী বলেন -" বর্তমান খাদ্য সামগ্রীর যোগান কমছে তাই তা বণ্টন করা হচ্ছে।তার সাথে শারীরিক সচেতনতার জন্যেই আমরা ব্লিচিং,ফিনায়িল, সাবানও বিতরণ করছি।আর সবাইকে অনুরোধ করছি আপনারা অযথা উদ্বিগ্ন হবেননা,গুজবে কান দেবেন না,বাড়িতে থাকুন বার বার হাত ধোবেন,খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না,সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন,সুস্থ থাকুন ভালো থাকুন"।
(ছবি - অসিত চক্রবর্তী)
সেদিক থেকে একেবারেই গৃহ বন্দী এই এলাকার মানুষ।তাই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাতা থানার গোবিন্দপুর গ্রামের "চক্রবর্তী কোচিং সেন্টারের" তরফ থেকে দৈনন্দিন খাদ্য সামগ্রী তেল, ডাল,আলু সেই সঙ্গে সেনিটাইজারের জন্যে ব্লিচিং,ফিনায়িল,সাবান ইত্যাদি প্রায় ৫০ টি পরিবারের হতে তুলে দেন।কোচিং সেন্টারের প্রধান গোবিন্দ চক্রবর্তী বলেন -" বর্তমান খাদ্য সামগ্রীর যোগান কমছে তাই তা বণ্টন করা হচ্ছে।তার সাথে শারীরিক সচেতনতার জন্যেই আমরা ব্লিচিং,ফিনায়িল, সাবানও বিতরণ করছি।আর সবাইকে অনুরোধ করছি আপনারা অযথা উদ্বিগ্ন হবেননা,গুজবে কান দেবেন না,বাড়িতে থাকুন বার বার হাত ধোবেন,খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না,সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন,সুস্থ থাকুন ভালো থাকুন"।
No comments:
Post a Comment