নিউজ ফোর সাইড ডেস্ক :: দিকে দিকে চলছে ত্রাণ বিলি।করোনা মোকাবিলায় সারা দেশের মানুষ আজ গৃহ বন্দী।কর্মহীন মানুষের হাতে নেই টাকা।পর পর দিশেহারা হয়ে পড়ছে দিন দরিদ্র অসহায় দুস্থ মানুষেরা।আগামী দিনগুলো কেমন কাটবে সেই চিন্তাতেই হতাশাগ্রস্ত এক শ্রেণীর মানুষ।
তবে "মানুষ মানুষের জন্যে,,,,,"এ কথা মিথ্যা নয়।তেমনি এক দৃশ্য দেখে গেলো পূর্ব মেদিনীপুর জেলার মন্দার মনি কোস্টাল থানা এলাকায়। থানার ওসি শুভজিৎ সরকার ও এ আই সি অজিত কুমার মুনিয়ানের নেতৃত্বে এলাকার সমস্ত দিন দরিদ্র্য দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। রামনগর ২নঃ ব্লকের কালিন্দী ৮নঃ অঞ্চলের তেঘরি,পূর্ব পুরুষোত্তম পুর, হাউড়বুরী,কিসমত হাউড়বুরি,পূর্ব বাড় গদাধর পুর, লাছিন্দপুর,রামচন্দ্র নগরের প্রায় ১২০টি পরিবারে ৪কেজি চাল,২কেজি আলু,১কেজি পেয়াঁজ,৫০০গ্রাম ডাল,তেল ৫০০গ্রাম, ও একটি সাবান।
এদিন উপস্থিত ছিলেন কালিন্দী ৮ নঃ পঞ্চ্যায়েতের প্রধান স্বপন দাস, রামনগর ২ব্লকের স্বাস্থ্য কর্মধ্যক্ষ বিজয় শংকর পট্টানায়ক,মানাস সেনাপতি প্রমুখ।সেই সঙ্গে ওসি সাহেব জানান আগামী দু এক দিনের মধ্যে ৫০০টি দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
তবে "মানুষ মানুষের জন্যে,,,,,"এ কথা মিথ্যা নয়।তেমনি এক দৃশ্য দেখে গেলো পূর্ব মেদিনীপুর জেলার মন্দার মনি কোস্টাল থানা এলাকায়। থানার ওসি শুভজিৎ সরকার ও এ আই সি অজিত কুমার মুনিয়ানের নেতৃত্বে এলাকার সমস্ত দিন দরিদ্র্য দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। রামনগর ২নঃ ব্লকের কালিন্দী ৮নঃ অঞ্চলের তেঘরি,পূর্ব পুরুষোত্তম পুর, হাউড়বুরী,কিসমত হাউড়বুরি,পূর্ব বাড় গদাধর পুর, লাছিন্দপুর,রামচন্দ্র নগরের প্রায় ১২০টি পরিবারে ৪কেজি চাল,২কেজি আলু,১কেজি পেয়াঁজ,৫০০গ্রাম ডাল,তেল ৫০০গ্রাম, ও একটি সাবান।
এদিন উপস্থিত ছিলেন কালিন্দী ৮ নঃ পঞ্চ্যায়েতের প্রধান স্বপন দাস, রামনগর ২ব্লকের স্বাস্থ্য কর্মধ্যক্ষ বিজয় শংকর পট্টানায়ক,মানাস সেনাপতি প্রমুখ।সেই সঙ্গে ওসি সাহেব জানান আগামী দু এক দিনের মধ্যে ৫০০টি দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
No comments:
Post a Comment