নিউজ ফোর সাইড ডেস্ক :: টানা লক ডাউনের কারণে ব্যাহত হচ্ছে জনজীবন,আর্থিক সংকটে পড়েছে দিনমজুরের সম্প্রদায়, ব্যবসায়ী দের ব্যবসা প্রায় বন্ধ,কর্মহীন হয়েছে বহু বেসরকারি কর্মী।কিভাবে কাটবে আগামী দিনগুলো তাই নিয়ে হতাশায় দিন কাটছে এই সমস্থ মানুষদের।আবার অন্যদিকে চিকিৎসার পরিষেবা,রেশন দ্রব্য বণ্টন ইত্যাদির সমস্যার কথা তুলে ধরে আজ বৃহস্পতিবার সুতাহাটা বিডিও অফিসে দুপুর ১২টা৩০মিনিটে ৯ দফা দাবী পেশ করে এস ইউ সি আই (সি) হলদিয়া লোকাল কমিটি।
দাবী গুলি হলো -
No comments:
Post a Comment