নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনে ব্যাহত জনজীবন।কেউ কোনো কাজে যেতে পারছে না।তাই কারুর হতে নেই তেমন কোনো টাকা।নানা চিন্তার মুখে পড়েছে গৃহ বন্দী মানুষেরা।কীকরে বাড়িতে থাকা মানুষেরা সামান্য টুকু খাবার কোথা থেকে পাবে সেই চিন্তায় প্রায় জরাজীর্ণ আতঙ্কিত মানুষেরা।দেশের কিছু কিছু জায়গায় শুকনো খাবার বণ্টন ইতি মধ্যে শুরু করছে কিছু কিছু বেসরকারি সংস্থা।যদিও সরকারি রেশন বণ্টনের কাজ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে কিন্তু সে আর কত দিন চলবে?
সেদিক থেকে মানুষের কথা ভেবে মানবিকতার দিক থেকে এগিয়ে এলো কাঁথি পৌরসভার ২০নঃ ওয়ার্ডে ধর্মদাস বাড় এর এলিট ক্লাব।
আজ মঙ্গলবার বিকেলে এলাকার প্রায় ৫০ টি পরিবারে প্রায় ৩০০ জনকে চাল, আলু , ডাল সহ আরো কিছু দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে।ক্লাবের সম্পাদক সিধ্যেশ্বর প্রধান বলেন আজ আমাদের প্রত্যেকেই লক ডাউন এ গৃহ বন্দী ও কর্মহারা হয়ে পড়েছি।কেবলমাত্র সরকারি রেশন দিয়ে সরা মাস চালানো প্রত্যেক পরিবারের চালানো অসম্ভব।যাতে কিছু মানুষের উপকার হয় তাই ক্লাবের পক্ষ থেকে এই উৎদোগ নেওয়া হয়েছে ।আমরা মানুষের পাশে সরা বছর বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করি। এলাকার মানুষও আমাদের পাশে থাকেন।আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার বদ্ধ।
সেদিক থেকে মানুষের কথা ভেবে মানবিকতার দিক থেকে এগিয়ে এলো কাঁথি পৌরসভার ২০নঃ ওয়ার্ডে ধর্মদাস বাড় এর এলিট ক্লাব।
আজ মঙ্গলবার বিকেলে এলাকার প্রায় ৫০ টি পরিবারে প্রায় ৩০০ জনকে চাল, আলু , ডাল সহ আরো কিছু দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে।ক্লাবের সম্পাদক সিধ্যেশ্বর প্রধান বলেন আজ আমাদের প্রত্যেকেই লক ডাউন এ গৃহ বন্দী ও কর্মহারা হয়ে পড়েছি।কেবলমাত্র সরকারি রেশন দিয়ে সরা মাস চালানো প্রত্যেক পরিবারের চালানো অসম্ভব।যাতে কিছু মানুষের উপকার হয় তাই ক্লাবের পক্ষ থেকে এই উৎদোগ নেওয়া হয়েছে ।আমরা মানুষের পাশে সরা বছর বিভিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করি। এলাকার মানুষও আমাদের পাশে থাকেন।আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার বদ্ধ।
No comments:
Post a Comment