নিউজ ফোর সাইড ডেস্ক :: বারাসাত দও পুকুরের তারা মা ফাউডেশন সেচছা সেবী সগঠন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো সাধারণ মানুষের কাছে।
(ছবি - অসিত চক্রবর্তী)
লক ডাউনে যখন চারদিক নিস্তব্দ।হতে নেই কোনো কাজ নেই কোনো টাকা কি ভাবে চলবে দৈনন্দিন জীবন?বিভিন্ন চিন্তার মুখে পড়েছে গৃহ বন্দী মানুষেরা।কীকরে বাড়িতে থাকা ছোটো ছোট ছেলে মেয়ে দের মুখে সামান্য টুকু খাবার তুলে দেবে এই নিয়ে যথেষ্ঠ চিন্তায় বাড়ির বাড়োরা।দেশের কিছু কিছু জায়গায় শুকনো খাবার বণ্টন করছে কিছু কিছু সংস্থা।যদিও সরকারি রেশন বণ্টনের কাজ শুরু হয়ে গেছে কিন্তু সে আর কত দিন চলবে?
সেদিক থেকে মানুষের কথা ভেবে মানবিকতার দিক দিয়ে এগিয়ে এলো বারাসাত দও পুকুরের তারা মা ফাউডেশন সেচছা সেবী সগঠন ।
গতকাল রবিবার ছোটো ছোটো শিশুদের মুখে কিছু মুহূর্তের জন্য হাসি ফোঁটাতে ৭০ টি পরিবারে প্রায় ২০০ জনকে চাল১কিলো, আলু ১ কিলো,বিস্কুট, মুড়ি ১কিলো, কেক সহ আরো কিছু দ্রব্য সামগ্রী বিতরণ করেন।সংগঠনের সদস্য রাজিব সাহা বলেন আজ আমাদের "তারা মা ফাউন্ডেশন"এর পক্ষ থেকে এই উৎদোগ নেওয়া হয়েছে আমরা মানুষের পাশে আছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবো।
(ছবি - অসিত চক্রবর্তী)
লক ডাউনে যখন চারদিক নিস্তব্দ।হতে নেই কোনো কাজ নেই কোনো টাকা কি ভাবে চলবে দৈনন্দিন জীবন?বিভিন্ন চিন্তার মুখে পড়েছে গৃহ বন্দী মানুষেরা।কীকরে বাড়িতে থাকা ছোটো ছোট ছেলে মেয়ে দের মুখে সামান্য টুকু খাবার তুলে দেবে এই নিয়ে যথেষ্ঠ চিন্তায় বাড়ির বাড়োরা।দেশের কিছু কিছু জায়গায় শুকনো খাবার বণ্টন করছে কিছু কিছু সংস্থা।যদিও সরকারি রেশন বণ্টনের কাজ শুরু হয়ে গেছে কিন্তু সে আর কত দিন চলবে?
সেদিক থেকে মানুষের কথা ভেবে মানবিকতার দিক দিয়ে এগিয়ে এলো বারাসাত দও পুকুরের তারা মা ফাউডেশন সেচছা সেবী সগঠন ।
গতকাল রবিবার ছোটো ছোটো শিশুদের মুখে কিছু মুহূর্তের জন্য হাসি ফোঁটাতে ৭০ টি পরিবারে প্রায় ২০০ জনকে চাল১কিলো, আলু ১ কিলো,বিস্কুট, মুড়ি ১কিলো, কেক সহ আরো কিছু দ্রব্য সামগ্রী বিতরণ করেন।সংগঠনের সদস্য রাজিব সাহা বলেন আজ আমাদের "তারা মা ফাউন্ডেশন"এর পক্ষ থেকে এই উৎদোগ নেওয়া হয়েছে আমরা মানুষের পাশে আছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবো।
No comments:
Post a Comment