নিউজ ফোর সাইড ডেস্ক :: গতকাল শনিবার রাতে কাঁথি পুরসভার কিশোর নগর গ্রামে দীপঙ্কর দাসের বাড়িতে একটি বিশালাকার সাপ দেখতে পাওয়া যায়। তাৎক্ষনত বন দপ্তরে খবর জানানোর চেষ্টা করে।সেই সঙ্গে চার দিক থেকে সাপটিকে ঘিরে রেখে কড়া নজর রাখা হলেও কিছু সময়ের মধ্যেই সাপটি জঙ্গলের মধ্যে চলে যায়।
স্থানীয় প্রত্যক্ষ দর্শীদের অনুমান ওই সাপটি ময়াল সাপ হতে পারে।তবে এই এলাকায় কিভাবে এলো তানিয়ে রয়েছে প্রশ্ন।তবে কেউ কেউ বলছেন বালি অথবা পাথর গাড়িতেই ছোট অবস্থায় এটি চলে আসে।অন্য দিকে সাপটি না ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষ দর্শীদের অনুমান ওই সাপটি ময়াল সাপ হতে পারে।তবে এই এলাকায় কিভাবে এলো তানিয়ে রয়েছে প্রশ্ন।তবে কেউ কেউ বলছেন বালি অথবা পাথর গাড়িতেই ছোট অবস্থায় এটি চলে আসে।অন্য দিকে সাপটি না ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment