Breaking News

Translate

Thursday, April 2, 2020

তমলুকে করোনা সন্দেহে এক প্রৌঢ় ভর্তি কলকাতার অ্যাপোলোতে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: তমলুকের বল্লুক গ্রামের এক বাসিন্দাকে করোনা সন্দেহে কলকাতার অ্যাপোলো তে ভর্তি করা হয়েছে।সূত্রে খবর তমলুকের বল্লুক গ্রামে ৮০ বছর বয়সী রবীন্দ্রনাথ জানা নামে এক ব্যক্তির দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

 রবীন্দ্রনাথ বাবু তমলুকের বাসিন্দা হলেও কলকাতা বড়বাজার এলাকায় তাঁর পানের ব্যবসা আছে। গত ২৪ মার্চ তমলুকের গ্রামের বাড়িতে এসেছিলেন। রবীন্দ্রনাথ জানা তমলুক বল্লুক গ্রামের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় এক ডাক্তার কে দেখানো হয়। এরপর তিনি কলকাতা ফিরে যান। কলকাতা যাওয়ার পরই আবার অসুস্থ বোধ করেন। তারপরেই  অ্যাপোলোতে ভর্তি করা হলে পরীক্ষার পর গতকাল তার দেহে করোনা পজিটিভ মেলে। আজ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এর তরফ থেকে রবীন্দ্রনাথ বাবুর বাড়ির সঙ্গে যুক্ত প্রায় ১২ জন কে আইসলেট করা হয়। যার মধ্যে বাড়ির সদস্য ৯ জন , পরিচারিকা ২ জন, একজন ড্রাইভার ও আরেকজন গ্রামীন কোয়াক ডাক্তার। ১২ জন এর মধ্যে ৯ জন কে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ৩ জন কে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আইসলেট করা হয় বলে জানা গেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919