নিউজ ফোর সাইড ডেস্ক :: শেষমেষ হার মানতে হলো বলিউড অভিনেতা ইরফান খানকে।বরণ করতে হলো মৃত্যুকে।গত কাল মঙ্গলবার মুম্বাই এর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন।আজ বুধবার ২৯/৪/২০২০ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাত্র ৫৩ বছর বয়সে স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলেকে ছেড়ে চলে গেলেন ইরফান।২০১৮ সালে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে।তার পর থেকেই চিকিৎসা শুরু।লন্ডনেও তাঁর চিকিৎসা হয়।কিন্তু আর শেষ রক্ষা হলনা।গত শনিবার ৯৫ বছর বয়সী তাঁর মা মারা গেছেন কিন্তু তাঁর শেষকৃত্যে তিনি যেতে পারেননি শারীরিক অবস্থা ও লক ডাউনের কারণে।
চিকিৎসা চলাকালীন সুস্থ হয়ে "আংরেজি মিডিয়াম" ছবির মধ্যদিয়ে আমার সিনেমা জগতে ফিরে আসেন।কিন্তু এবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন।আই সি ইউ তে একদিন কাটতে না কাটতেই সবাইকে ছেড়ে চলে গেলেন।বলিউড তারকার এই অকাল প্রয়াণে অভিনয় জগতে শিল্পীদের মধ্যে শোকেরে ছায়া নেমেছে।
চিকিৎসা চলাকালীন সুস্থ হয়ে "আংরেজি মিডিয়াম" ছবির মধ্যদিয়ে আমার সিনেমা জগতে ফিরে আসেন।কিন্তু এবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন।আই সি ইউ তে একদিন কাটতে না কাটতেই সবাইকে ছেড়ে চলে গেলেন।বলিউড তারকার এই অকাল প্রয়াণে অভিনয় জগতে শিল্পীদের মধ্যে শোকেরে ছায়া নেমেছে।
No comments:
Post a Comment