Breaking News

Translate

Monday, April 27, 2020

সরকারি নিয়ম মেনেই "জনস্বাস্থ্য রক্ষা কমিটি" বণ্টন করলো খাদ্য সামগ্রী।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বর্তমান সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে তার মোকাবিলা করা একক ভাবে কোনো মতেই সম্ভব নয়।তাই সকলের যৌথা প্রচেষ্টাই সকলের কাছে কাম্য।এই দুরবস্থায় অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোই সকলের কর্তব্য।
(ছবি - অসিত চক্রবর্তী)
তাই পূর্ব মেদিনীপুর জেলায়  সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬২জন দুঃস্ত মানুষদের ত্রান বিতরণ করলো জনস্বাস্থ্য রক্ষা কমিটি। উপস্তিত ছিলেন জনস্বাস্থ্য রক্ষা কমিটির সম্পাদক সুশান্ত দাস,সঞ্জয় হাজরা,শ্রীকেশ প্রামানিক প্রমুখ।এদিন ২ কেজি আলু,৫কেজি চাল,৫০০ গ্রাম তেল,১ প্যাকেট সোয়াবিন,৫০০ গ্রাম ডাল  সাবান ১টি করে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।কমিটির সম্পাদক সুশান্ত দাস বলেন আমাদের সকলেরই সুবিধা অসুবিধা আছে  তবুও "মানুষ মানুষের জন্য"আমাদের এই কর্মসূচি।আমাদের নিজেদের প্রচারের জন্যে নয়।এই খবরের মাধ্যমে যদি কোনো স্বাহৃদয়বান ব্যাক্তিরা আগামী দিনে আমাদের এমন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাহলে সকলেরই সুবিধা হবে।আমরা আমাদের সাধ্যের মধ্যে আয়োজন করে এই খাদ্য সামগ্রী গুলি বিতরণ করছি।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919