নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনের কারণে রাজ্যের জেলায় জেলায় আর্থিক সঙ্কটের সাথে সাথে রক্ত সঙ্কটও দেখা দিয়েছে।তাই জেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে সেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে।
আজ ২৪/০৪/২০২০ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মন্দার মনি কোস্টাল থানার বাব্যস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপারের উদ্যোগে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমার এস ডী পি ও অভিষেক চক্রবর্তী,এস আই সুজয় কুমার মুখার্জী, ও সি শুভজিৎ সরকার, এ এস আই অজিত মুনিয়ান, বিধায়ক অখিল গিরি,লক্ষ্মী নারায়ন জানা প্রমুখ।এদিন পুলিশ আফিসার সহ প্রায় ৫১ জন এই শিবিরে রক্ত দান করেন।প্রত্যেকের হাতে বিধায়্ক অখিল গিরি লাল গোলাপ দিয়ে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আজ ২৪/০৪/২০২০ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মন্দার মনি কোস্টাল থানার বাব্যস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপারের উদ্যোগে একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমার এস ডী পি ও অভিষেক চক্রবর্তী,এস আই সুজয় কুমার মুখার্জী, ও সি শুভজিৎ সরকার, এ এস আই অজিত মুনিয়ান, বিধায়ক অখিল গিরি,লক্ষ্মী নারায়ন জানা প্রমুখ।এদিন পুলিশ আফিসার সহ প্রায় ৫১ জন এই শিবিরে রক্ত দান করেন।প্রত্যেকের হাতে বিধায়্ক অখিল গিরি লাল গোলাপ দিয়ে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
No comments:
Post a Comment