Breaking News

Translate

Friday, April 24, 2020

রাজ্যের করোনা তহবিলে ১,১১,১১১ টাকা পাঠালো কাঁথি জনমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি।

নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনের কারণে দেশ ও দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্য বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।সেদিক থেকে বাদ পড়েনি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ।করোনা মোকাবিলায় খোলা হয়েছে বিশেষ স্বাস্থ্য পরিষেবা।চলছে দিন রাত টহলদারি।তেমনি মানুষের মধ্যে বিলি করা হচ্ছে খাদ্য সামগ্রী।কখনো সরকারি তহবিল থেকে আবার কখনো বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত ভাবে।আবার দেখাগেছে মুক্ষমন্ত্রীর ত্রান তহবিল এ পাঠানো হচ্ছে অর্থ।এই কর্মসূচি থেকে বিরত থাকে নি পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা।

আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত "জনমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি" থেকে ১,১১,১১১.০০ টাকা মুক্ষ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানো হয়। এদিন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর তত্ববধানে সমিতির সম্পাদক তথা উপ পুরপ্রধান সত্যেন্দ্রনাথ জানা প্ৰদেয় অর্থ রাশির চেক কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্যের হতে তুলে দেন।এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির ম্যানেজার সুদীপ্ত গিরি,ক্যাশিয়ার রবীন্দ্রনাথ দাস,ডাইরেক্টর দর্প হরি কান্ডার,ব্যোমকেশ পাল,তপন সিংহ প্রমুখ।

এই সমিতির পক্ষ থেকে আগেও বিভিন্ন সময় জনহিতকর কর্মসূচি পালন করা হয়েছে।বর্তমান করোনা মোকাবিলায় রাজ্যের ত্রান তহবিলে আর্থিক ভাবে সাহায্যের জন্য এগিয়ে এলো "জনমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতি"।মহকুমা শাসক বলেন প্রদেয় অর্থ যাতে খুব তাড়াতাড়ি তহবিলে পাঠানো যায় তার সুব্যবস্থা অবশ্যই আমরা করবো।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919