নিউজ ফোর সাইড ডেস্ক :: গত রবিবার সকালে কাঁথি পৌরসভার এক প্রসূতি গৃবধূক ভর্তি হয় কাঁথির এক বেসরকারি নার্সিংহোমে।ওইদিন সন্ধ্যায় একটি শিশুর জন্ম দেয় ওই মহিলা।তবে তা অস্ত্রপ্রচার এর মাধ্যমে।তার পরেই তার শরীরে করোনা ভাইরাসের কিছু লক্ষণ সামনে আসে।তাই নিয়েই শুরু হয় জটিল সমস্যা।কাঁথি মহকুমা হাসপাতালের সুপার সব্যসাচী চক্রবর্তী বলেন এই ঘটনাটি নজরে আসার পরে ওই মহিলার লালা সংগ্রহ করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়।সেই সঙ্গে ওই নার্সিং হোমে থাকা সমস্ত রোগীকে ছুটি করে দেওয়া হয়।এবং সমস্ত রোগীদের হোম কয়ারেন্টে থাকার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।এমনকি রোগীর পরিবারের সদস্য সহ নার্সিং হোমের চিকিৎসক ও নার্সিং কর্মীদেরও হোম কয়ারেন্ট অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।প্রশাসনের তরফ থেকে ওই নার্সিং হোমটি সীল করে দেওয়া হয়।
এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কাঁথি এলাকায়।একপ্রকার উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে শুরু করে এলাকার সর্ব সাধারণ মানুষ।তবে বর্তমানে জানা গেছে ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত নয়।এই খবর শোনার পর একটু হলেও শাস্তির নিশ্বাস পড়েছে সবার মধ্যে।
এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কাঁথি এলাকায়।একপ্রকার উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে শুরু করে এলাকার সর্ব সাধারণ মানুষ।তবে বর্তমানে জানা গেছে ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত নয়।এই খবর শোনার পর একটু হলেও শাস্তির নিশ্বাস পড়েছে সবার মধ্যে।
No comments:
Post a Comment