নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউন জেরে থমথমে গোটা এলাকা আর তার মধ্যেই এক মর্মান্তিক ঘটনা ঘটলো মন্দার মনি এলাকায়।
ঘটনাটি ঘটেছে মন্দার মনি কোস্টাল থানার গঙ্গাধর পুর গ্রামে। আজ সকালে বিশ্বনাথ করণের স্ত্রী শোহিনি করণ বয়স ২০ সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
(ছবি - সুভাষ মিশ্র)
জানা গেছে এদিন সকাল ১০টা নাগাদ বিশ্বনাথ বাবুর বাড়ির সদস্যরা দেখতে পায় শোহিনির ঝুলন্ত দেহ।বাড়ির লোকজনের চিত্কারে পাশাপাশি লোকজন ছুটে আসে।তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শোহিনীর বাপের বাড়ি জুনপুট কোস্টাল থানার রঙমলা পুরে।তার একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তানও রয়েছে।তার বাপের বাড়িতে মৃত্যুর খবর পাঠানো হয়েছে। শশুর বাড়ির সদস্যরা জানিয়েছে পারিবারিক অশান্তির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এই মৃত্যুর সঠিক রহস্যে এখনো ধোঁয়াশা জড়িয়ে আছে।তাই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন।এই ঘটনায় থানায় কেউ কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনাটি ঘটেছে মন্দার মনি কোস্টাল থানার গঙ্গাধর পুর গ্রামে। আজ সকালে বিশ্বনাথ করণের স্ত্রী শোহিনি করণ বয়স ২০ সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
(ছবি - সুভাষ মিশ্র)
জানা গেছে এদিন সকাল ১০টা নাগাদ বিশ্বনাথ বাবুর বাড়ির সদস্যরা দেখতে পায় শোহিনির ঝুলন্ত দেহ।বাড়ির লোকজনের চিত্কারে পাশাপাশি লোকজন ছুটে আসে।তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
শোহিনীর বাপের বাড়ি জুনপুট কোস্টাল থানার রঙমলা পুরে।তার একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তানও রয়েছে।তার বাপের বাড়িতে মৃত্যুর খবর পাঠানো হয়েছে। শশুর বাড়ির সদস্যরা জানিয়েছে পারিবারিক অশান্তির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এই মৃত্যুর সঠিক রহস্যে এখনো ধোঁয়াশা জড়িয়ে আছে।তাই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন।এই ঘটনায় থানায় কেউ কোনো মামলা দায়ের হয়নি।
No comments:
Post a Comment