Breaking News

Translate

Sunday, April 12, 2020

মদের বিকল্প "হোমিও প্যথী" পান করে মৃত্যু দুই যুবকের।গুরুতর অবস্থায় আরও দুই।

নিউজ ফোর সাইড ডেস্ক :: মদের নেশা বড় নেশা।লক ডাউনের জেরে বন্ধ মদের দোকান।আর মদের বিকল্প হিসেবে হোমিও প্যাথি ওষুধ খুঁজে নিল চার যুবক।সেই ওষুধ পান করেই মৃত্যু হলো দুই যুবকের।বাকি দুই জন গুরুতর অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

(প্রতিকী ছবি)
লক ডাউন চলার জন্য কোথাও মদ পায়নি চার যুবক ।তাই কাঁথি পিছাবনির ভরত দাস,মারিষদা থানা এলাকার পঙ্কজ দাস,গঙ্গু দাস ও গৌতম দাস  সিধ্যান্ত নেয় হোমিও প্যাথী ওষুধ পান করবে।সেই মতো শুক্রবার দুপুরে পানও করে।বাড়িতে দুপুরে খাবার কথা বলায় তারা খেতে রাজি হয়নি।শনিবার তারা আরো অসুস্থ হতে থাকে।বাড়ির লোকেরা ঘটনাটি জানাজানির পর তাদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু ভরতের শরীরের অবস্থার পর পর অবনতি ঘটতে থাকে।দুপুরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।আবার ওই দিন রাতে পঙ্কজের মৃত্যু হয়।বাকি দুই জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি জানতে পেরে মারিষদা থানার পুলিশ তদন্তে নেমেছে এবং ওষুধের সিসিটি উদ্ধার করেছে।এমন মর্মান্তিক ঘটনার কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919