নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে দাঁতন ২ সাবড়া গ্রামের মন্দির বাজার সংলগ্ন এলাকায় কোরোনা ভাইরাস থেকে সচেতনা, প্রতিরোধ ও গুজব থেকে নিজেকে রক্ষা করার জন্য জোড়াগাড়িয়া আই সি অঞ্জনী তেয়ারি ও প্রসাসনিক গন এলাকায় এসে মাইকিং এর মাধ্যমে সতর্ক করেন।পূর্ব মেদিনীপুর জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়ও এর প্রভাব চোখে পড়ার মতোই।এদিন দাঁতন এলাকায় আধিকারিকদের বিশেষ ধন্যবাদ জানান দাঁতন ২ মোর্চা সভাপতি আজিজুল আলী।
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে দাঁতন ২ সাবড়া গ্রামের মন্দির বাজার সংলগ্ন এলাকায় কোরোনা ভাইরাস থেকে সচেতনা, প্রতিরোধ ও গুজব থেকে নিজেকে রক্ষা করার জন্য জোড়াগাড়িয়া আই সি অঞ্জনী তেয়ারি ও প্রসাসনিক গন এলাকায় এসে মাইকিং এর মাধ্যমে সতর্ক করেন।পূর্ব মেদিনীপুর জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়ও এর প্রভাব চোখে পড়ার মতোই।এদিন দাঁতন এলাকায় আধিকারিকদের বিশেষ ধন্যবাদ জানান দাঁতন ২ মোর্চা সভাপতি আজিজুল আলী।
No comments:
Post a Comment