নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ রামনগর থানার উদ্যোগে মহিলাদের স্লো সাইকেল রেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে থানা পার্শ্বস্থ মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(ছবি - সুভাষ মিশ্র)
প্রায় ২০ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশ নেয়।প্রশাসনের উদ্যোগে এমন ধরনের খেলা এবং মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।পুরুষ তান্ত্রিক দেশে পুরুষদের মতো যে মহিলারাও সবকাজ এমন কি খেলতেও পারে তা আবার প্রমাণ করলো রামনগর থানা এলাকার মহিলারা।
খেলা শেষে বিজয়ীনির হতে ট্রফি তুলেদেন থানার ওসি সুরেন্দ্র কুমার।এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি মহিলারাও।
এদিন সকালে থানা পার্শ্বস্থ মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(ছবি - সুভাষ মিশ্র)
প্রায় ২০ জন মহিলা এই প্রতিযোগিতায় অংশ নেয়।প্রশাসনের উদ্যোগে এমন ধরনের খেলা এবং মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।পুরুষ তান্ত্রিক দেশে পুরুষদের মতো যে মহিলারাও সবকাজ এমন কি খেলতেও পারে তা আবার প্রমাণ করলো রামনগর থানা এলাকার মহিলারা।
খেলা শেষে বিজয়ীনির হতে ট্রফি তুলেদেন থানার ওসি সুরেন্দ্র কুমার।এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি মহিলারাও।
No comments:
Post a Comment