(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর বাসস্ট্যান্ডের কাছে বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই জনের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুজনের অন্য এক জন গুরুতর আহত হয়। এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি।কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে যুবক দুটির বাড়ি দেউলপোতা গ্রামে।ওই মোটর বাইকে তিন জন আরোহী ছিল।হলদিয়া গামী বাসটি চৈতন্য পুর চৌরাস্তার মোড়ে যাওয়ার সময় বাইকটি হটাৎ বাসের সামনে চলে আসার ফলে মুখোমুখি সংঘর্ষ হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
No comments:
Post a Comment