নিউজ ফোর সাইড ডেস্ক :: করনার কোপে ব্যাহত দৈনন্দিন জীবনযাত্রা।লক ডাউন এর জেরে প্রয়োজন মতো দ্রব্য পাচ্ছেনা সাধারণ মানুষ। কখনও বা সময়ের অভাবে আবার কখনও বা দ্রব্যের অভাবে।তাই জেলায় জেলায় পাড়ায় পাড়ায় বিভিন্ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কিছু কিছু খাদ্য উপাদান ও ব্যবহারিক উপাদান।
আজ এমনই এক দৃশ্য দেখে গেলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২০ নঃ ওয়ার্ডে ধর্মদাস বাড় গ্রামের ২৮ বছরের পুরনো "স্বরাজ সংঘ" এর পক্ষ থেকে লক ডাউন দিনে এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি খিচুড়ি ও একটি সব্জি র তরকারি বিতরণ করেন।এদিন প্রায় ১০০টি পরিবারের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়।বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অশোক পন্ডা,সভাপতি দেবব্রত পন্ডা,সহ প্রণবেস দীন্ডা,সান্তনু গিরি,তপন মান্না,সুজয় বারিক।এতজন সদস্য থাকা সত্বেও প্রত্যেক দূরত্ব বজায় রেখে পরিষেবা দেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এমন দুর্ভোগের দিনে সাধারণ মানুষের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে।তবে তা প্রশাসনিক নিয়ম মেনে।তাই আমরা এই এলাকার গৃহ বন্দী মানুষদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি।আমাদের ক্লাবের নির্দিষ্ট কোনো ক্লাব ঘর নেই,তাই তেমন কোন অনুদান আমরা পাইনা।কিন্তু সকল সদস্য সচেষ্ট হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে নিজেদের ধন্য মনে করছি।আগামী দিনে এর থেকেও বড়ো কর্মসূচী পালন করার চেষ্টা করবো এবং মানুষের পাশে থাকবো।
আজ এমনই এক দৃশ্য দেখে গেলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২০ নঃ ওয়ার্ডে ধর্মদাস বাড় গ্রামের ২৮ বছরের পুরনো "স্বরাজ সংঘ" এর পক্ষ থেকে লক ডাউন দিনে এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি খিচুড়ি ও একটি সব্জি র তরকারি বিতরণ করেন।এদিন প্রায় ১০০টি পরিবারের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়।বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অশোক পন্ডা,সভাপতি দেবব্রত পন্ডা,সহ প্রণবেস দীন্ডা,সান্তনু গিরি,তপন মান্না,সুজয় বারিক।এতজন সদস্য থাকা সত্বেও প্রত্যেক দূরত্ব বজায় রেখে পরিষেবা দেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এমন দুর্ভোগের দিনে সাধারণ মানুষের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে।তবে তা প্রশাসনিক নিয়ম মেনে।তাই আমরা এই এলাকার গৃহ বন্দী মানুষদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি।আমাদের ক্লাবের নির্দিষ্ট কোনো ক্লাব ঘর নেই,তাই তেমন কোন অনুদান আমরা পাইনা।কিন্তু সকল সদস্য সচেষ্ট হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে নিজেদের ধন্য মনে করছি।আগামী দিনে এর থেকেও বড়ো কর্মসূচী পালন করার চেষ্টা করবো এবং মানুষের পাশে থাকবো।
No comments:
Post a Comment