নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেসপ্রান ব্লকের চালতি নগেন্দ্র বিদ্যাপীঠে সরকারের নির্দেশ অনুযায়ী সকাল থেকে চললো মিড ডে মিলের চাল ও আলু বণ্টন কর্মসূচী।
এদিন সকাল থেকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তথা জেলা পরিষদের অধ্যক্ষ সন্দ্বীপ কুমার বেরা বেশ কয়েক জন সহ শিক্ষক শিক্ষিকা,পার্শ্ব শিক্ষক সহ পরিচালন সমিতির সদস্য শাহজাদা আলী সাহা।স্কুল তরফ থেকে আজ সকালে মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয় চাল ও আলু বণ্টনের কথা।সেই কারণে সকাল ১০ টা থেকেই ভিড় জমায় অভিভাবকরা।কিন্তু সন্দ্বীপ বাবু বলেন এক জাগায় জমায়েত না হয়ে পর পর ফাঁকা ফাঁকা অবস্থায় এসে চাল আলু নিন।নেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন ।এছাড়াও তিনি পুনরায় সচেতনতার বার্তা দিয়ে আগত অভিবাবকদের উদ্দেশ্যে জানান সারাদিনে যতটা সম্ভব বেশ কয়েক বার হাত ধোবেন,মুখে বার বার হাত দেবেন না,বেশিরভাগ সময় বাড়িতে থাকুন,প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না,এক জায়গায় ৭ জনের বেশি থাকবেন না,ভিড় এড়িয়ে চলবেন,হাঁচি হলে মুখে চাপাদিন,অন্যের থেকে দূরে থাকুন।তিনি আরো বলেন রাজ্যে লক ডাউন হওয়ার কারণে সরকারি ভাবে যে সমস্ত কর্ম সূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করেই আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।তিনি জানান স্কুলের প্রায় সমস্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এসে মিড ডে মিলের চাল ও আলু নিয়ে যায়।এছাড়াও তিনি বলেন যাতে কোনো অভিবাবক কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেদিকেও স্কুল তরফ থেকে বিশেষ নজর রাখা হয়েছে।
এদিন সকাল থেকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তথা জেলা পরিষদের অধ্যক্ষ সন্দ্বীপ কুমার বেরা বেশ কয়েক জন সহ শিক্ষক শিক্ষিকা,পার্শ্ব শিক্ষক সহ পরিচালন সমিতির সদস্য শাহজাদা আলী সাহা।স্কুল তরফ থেকে আজ সকালে মাইকিং করে এলাকায় জানিয়ে দেওয়া হয় চাল ও আলু বণ্টনের কথা।সেই কারণে সকাল ১০ টা থেকেই ভিড় জমায় অভিভাবকরা।কিন্তু সন্দ্বীপ বাবু বলেন এক জাগায় জমায়েত না হয়ে পর পর ফাঁকা ফাঁকা অবস্থায় এসে চাল আলু নিন।নেওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন ।এছাড়াও তিনি পুনরায় সচেতনতার বার্তা দিয়ে আগত অভিবাবকদের উদ্দেশ্যে জানান সারাদিনে যতটা সম্ভব বেশ কয়েক বার হাত ধোবেন,মুখে বার বার হাত দেবেন না,বেশিরভাগ সময় বাড়িতে থাকুন,প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না,এক জায়গায় ৭ জনের বেশি থাকবেন না,ভিড় এড়িয়ে চলবেন,হাঁচি হলে মুখে চাপাদিন,অন্যের থেকে দূরে থাকুন।তিনি আরো বলেন রাজ্যে লক ডাউন হওয়ার কারণে সরকারি ভাবে যে সমস্ত কর্ম সূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করেই আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।তিনি জানান স্কুলের প্রায় সমস্ত ছাত্র ছাত্রীদের অভিভাবকরা এসে মিড ডে মিলের চাল ও আলু নিয়ে যায়।এছাড়াও তিনি বলেন যাতে কোনো অভিবাবক কোনো অসুবিধার মধ্যে না পড়ে সেদিকেও স্কুল তরফ থেকে বিশেষ নজর রাখা হয়েছে।
No comments:
Post a Comment